সরিষা ফুলের মধু
শীত এলেই গ্রামবাংলার মাঠে ঢেউ খেলে যায় হলুদ সরিষা ফুলে।
সেই ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা—প্রকৃতির সেরা উপহার ধরে রাখে প্রতিটি ফোঁটায়।
আমরা সেই খাঁটি সরিষা ফুলের মধুই পৌঁছে দিচ্ছি আপনার হাতে।
প্রাকৃতিক মধুতে রয়েছে অসংখ্য পুষ্টির গুণ, যা স্বাস্থ্য সুরক্ষা ও রোগ নিরাময়ে অপরিসীম সহায়ক।রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন।